১৩ জুলাই, ২০১৭,
আমাদের চোখের সামনে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের সময় এখন স্কুলে যাওয়ার কিন্তু তারা এর পরিবর্তে এসে ভিক্ষা করছে কিংবা শিশুশ্রমিক হিসেবে অর্থ উপার্জন করছে। এমন সুবিধাবঞ্চিত বা টাকার অভাবে পড়তে পারছে না এমন ঘটনা একটা দু’টো নয়, যারা একটুখানি সহযোগিতা পেলেই দেশ ও দশের নাম উজ্জ্বল করবে। এই যাত্রায় সহযোগী হতে পারি আমি-আপনি, আমরা সবাই। শুধু দরকার এক টাকার। হ্যাঁ, মাত্র এক টাকা-ই পারে অসাধারণ পরিবর্তন আনতে।
শুনতে অবাক মনে হলেও আসলে সত্যি যে এক টাকায়ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সম্ভব। আর সেই সম্ভব টা করছে কিছু স্বপ্নবাজ তরুণ-তরুণী গত প্রায় তিনবছর সময় ধরে; সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের উদ্যমী শিক্ষার্থীর প্রবল ইচ্ছশক্তির প্রয়াস
“এক টাকায় শিক্ষা ”।
মূল থিম
আপনি প্রতিদিন ১ টাকা করে প্রতি মাসে ৩০ টাকা দিবেন। এভাবে ১০০ মানুষ প্রতি মাসে ৩০ টাকা করে দিলে হয় (৩০*১০০=৩০০০ টাকা)। এভাবে ১ হাজার বা ১০ হাজার মানুষের যুক্ত একটা পরিবার পারে এই সুবিধাবঞ্চিত এবং টাকার অভাবে হাজারো অন্ধকারে রয়ে যাওয়া মেধাবীদের আলোর দিশারী হতে। ইতোমধ্যে এই সংগঠনে যুক্ত হয়েছে ৯১৮*[প্রতিনিয়ত পরিবর্তনশীল] জন শুভাকাঙ্ক্ষী, যারা প্রতিদিন এক টাকা করে দিবেন বলে যুক্ত আছেন। আমাদের এতটুকুন চেষ্ঠা, সহযোগিতায় কি পরিমাণ মানুষের সহযোগিতা হবে তা কল্পনাতীত। আর আমাদের পরবর্তী লক্ষ্য ১০০০০ জন শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিদিন এক টাকা হিসেবে মাস শেষে হলেও দিবেন।
কার্যক্রম
এই আলো পৌঁছে গেছে চট্টগ্রাম ছাড়িয়ে বাংলাদেশের আরও ৫ টি জেলায়।
৫ টি জেলায় আমাদের কার্যক্রম সমূহ:
১/ এক টাকায় আলোকিত ফেনী,
২/ এক টাকায় আলোকিত বরিশাল,
৩/ এক টাকায় আলোকিত পটুয়াখালী,
৪/ এক টাকায় আলোকিত কক্সবাজার,
৫/ এক টাকায় আলোকিত নোয়াখালী ।
উক্ত জেলা সমূহে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সহায়তা প্রদানের পাশাপাশি নিয়মিত স্কুল ইভেন্টসহ প্রতি বছর ঈদ ইভেন্ট, শীতবস্ত্র ইভেন্টের কার্যক্রম পরিচালনা হয়, যার প্রধান উদ্দেশ্য এটাই যে- কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
প্রিন্ট মিডিয়া
স্কুল ইভেন্ট, ঈদ ইভেন্ট সহ বিভিন্ন ধরনের ইভেন্টের কার্যক্রম গুলোতে সহযোগিতা হাত পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে যার প্রামাণ্যচিত্র ফিচার করেছে প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায়।
আসুন না, একটি বার আমাদের নিজেদের অবস্থান থেকে একটু চেষ্টায় এই সুবিধাবঞ্চিত এবং টাকার অভাবে আঁধারে রয়ে যাওয়া প্রাণগুলোকে আরেকটাবার উজ্জীবিত করে তুলি ঠিক স্বাধীনতার রক্তিম সূর্যের মত।
আসুন, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে একটু চেষ্টা করি এই সুবিধাবঞ্চিত এবং টাকার অভাবে অন্ধকারে রয়ে যাওয়া প্রাণগুলোকে আরেকটাবার উজ্জীবিত করার ঠিক স্বাধীনতার রক্তিম সূর্যের ন্যায়।
আমাদের সাথে যুক্ত হতে চাইলে
এখানে ক্লিক করুন
“ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল”
আমাদের এই ক্ষুদ্র অবদানে হয়তো কারো জীবন বদলাবে। হয়তো এই সুবিধাবঞ্চিতদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর আতিউর রহমান, এ. পি. জে. আব্দুল কালামদের মত গুণী ব্যক্তিবর্গ। চলুন এদের অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে আলোর পথে এগিয়ে নিয়ে যাই।
RJSC Registration No: CHS-663/2021