হাসবে সবাই ঈদ আনন্দে ২০২৫





আরবি শব্দ ঈদের বাংলা আভিধানিক অর্থ খুশি। তাই ঈদকে ঘিরে সব দিকেই খুশির আয়োজন হবে, সেটাই তো অনুমেয়। সেই খুশির আয়োজনে এক টাকায় শিক্ষা-র ছোট্ট প্রয়াস "হাসবে সবাই ঈদ আনন্দে"।

ঈদ আনন্দ ও খুশির সময় হলেও আমাদের আশেপাশের অনেক সুবিধাবঞ্চিত শিশু-কিশোর দারিদ্র্যের যাঁতাকলে পীড়িত হয়ে এই আনন্দ ভুলতে বসে।
তাই গত ৬ বছর ধরে প্রতি বছরই আমরা চেষ্টা করছি আমাদের আশেপাশের সেই সকল শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে।

প্রতি বছরের ন্যায় এবারও (২০২৫ খ্রিষ্টাব্দ) আমাদের এই ইভেন্ট সফল করার পেছনে রয়েছেন দেশে-বিদেশে ছড়িয়ে থাকা আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী। সেই সকল শুভাকাঙ্ক্ষী ও বাচ্চাদের মাঝে এক টাকায় শিক্ষা-র স্বেচ্ছাসেবীরা চেষ্টা করেছে সেতুবন্ধন হয়ে, সোপান হয়ে আনন্দ বিলিয়ে দেয়ার কাজ করতে।

"হাসবে সবাই ঈদ আনন্দে ২০২৫"-এ আমরা দেশের বিভিন্ন স্থান যেমন:
চট্টগ্রাম জেলার হাটহাজারী সদর এলাকা, সরকারহাট (হাটহাজারী উপজেলা), ষোলশহর, রাউজান, ফটিকছড়ি, মিরসরাই—এ মোট ৯৮ জন বাচ্চা,
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ৫ জন,
নোয়াখালী জেলার সেনবাগে ১৫ জন,
ঢাকা জেলার বাড্ডায় ২ জন,
কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট ও অন্যান্য অঞ্চলে মোট ২৪ জন,
ফেনী জেলার একটি মাদ্রাসায় ২৩ জন এবং
রংপুর জেলার ৩১ জনসহ মোট ১৯৮ জন বাচ্চাকে এবার আমরা তাদের পছন্দমতো ঈদের জামা দিতে সক্ষম হয়েছি।
আমাদের মোট সংগৃহীত অনুদানের সাথে ফান্ডের কিছু পরিমাণ যুক্ত করে এবার আমাদের ঈদ বাজারে ১৯৮ জন বাচ্চার জন্য প্রায় ১ লক্ষ+ টাকা খরচ হয়েছে।

এবারের ঈদ ইভেন্ট পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন এক টাকায় শিক্ষা অনলাইন অ্যাফেয়ার্স সেক্রেটারি রাহানুমা আলম এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ সামশুদ্দোহা সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আলমসহ বিভিন্ন টিমের বর্তমান ও সাবেক ২৫+ সদস্য এবং মাঠ পর্যায়ে নিয়োজিত ছিলেন ৫০-এরও অধিক স্বেচ্ছাসেবক।

এবারের ঈদ আয়োজন ও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের সহযোগী হওয়ায় এক টাকায় শিক্ষা-র টিমের পক্ষ থেকে আমাদের সকল স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই ধন্যবাদ।