১ টাকায় শিক্ষা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট





'এক টাকায় শিক্ষা' আলোকিত মানুষ তৈরিতে কাজ করে।
হাত ধরে টেনে তুলে তাদের, যারা অর্থাভাবে তলিয়ে যাচ্ছিলো। শিক্ষার সুযোগ থেকে যেন একজনও বঞ্চিত না হয় সেই উদ্দেশ্য নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করেছিলাম আমরা।
এই সমাজের প্রতি অবদানের স্বীকৃতি স্বরুপ আমরা পেয়েছি 'ডায়না এওয়ার্ড' এর মত আন্তর্জাতিক সম্মাননা। পেয়েছি 'জয় বাংলা ইউথ এওয়ার্ড' এর মত জাতীয় পুরষ্কার। আমাদের গুডউইল এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বরেণ্য শিক্ষক, লেখক ও গবেষক এনায়েত চৌধুরী। যেকোন শ্রেণি, পেশা ও বয়সের ব্যক্তি চাইলে যুক্ত হতে পারেন আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার টিমে।
এক টাকায় শিক্ষার যেসব টিমে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাবেন:
১. Helping Hand Team
২. Volunteer Teacher’s
৩. Event Management Team
৪. Content Writing Team
৫ Graphic Design Team and Video Editing Team
৬. Promotional Team

ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট সার্কুলার প্রকাশিত হওয়ার পর সর্বমোট ১৪২ জন আবেদনকারী মধ্য হতে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের দীর্ঘ এক সপ্তাহের রিক্রুটমেন্ট প্রসেসে ভাইভা এবং টাস্ক সাবমিশন প্রক্রিয়ার মাধ্যমে মোট ২০ জন ভলেন্টিয়ার কে বাছাই করা হয়েছে এবং তাদেরকে এক টাকায় শিক্ষার বিভিন্ন টিমে কাজ করার সুযোগ করে দেয়া হবে। এক টাকায় শিক্ষায় যোগ দেয়া নতুন স্বেচ্ছাসেবকদের আমরা স্বাগতম জানাই ।
এক টাকায় শিক্ষার একজন স্বেচ্ছাসেবক হিসেবে যেসব সুযোগ পাবেন:
অভিজ্ঞ কর্মঠ এবং সৃজনশীল ব্যক্তিদের সাথে একই টিমে কাজ করার সুযোগ।
আপনার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব দক্ষতা এবং ব্যক্তিগত দক্ষতা বিকাশ করার সুযোগ।
স্বেচ্ছাসেবী অভিজ্ঞতা সনদ যা আপনার সিভিতে যথেষ্ট ভ্যালু এ্যাড করবে ।
১ টাকায় শিক্ষার পক্ষ থেকে সুভেনিয়র ।
আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের মাঝেই এই সম্ভাবনা রয়েছে পৃথিবীকে বদলে দেবার আর আমরা দীর্ঘ প্রতিজ্ঞ আপনাকে সাফল্য অর্জন করার সেই সুযোগ এবং সাপোর্ট দেবার জন্য।