হাসবে সবাই, ঈদ আনন্দে ২০২৩





বছর ঘুরে ঈদ আসে,
কিন্তু খুশি কি সবসময় আসে?
কারও পরনে হয়তো নতুন জামা নেই,কারও বা আবার নেই নতুন জামা কিনে দেওয়ার মানুষ।
মা-বাবা র মৃত্যুর পর হয়তো কেও খোঁজ রাখে নি, ঈদে কারও কাছে নতুন জামা কিনে দেওয়ার বায়না করা হয় নি। সেই মা বাবার মমতাবঞ্চিত ছোট্টো শিশুদের ইচ্ছেপূরণ হোক আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায়। বছর ঘুরে খুশি আসুক, মমতার অভাববোধে মৃতপ্রায় কোমলমতি শিশুর জীবনে। এইসব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবছরও এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন আয়োজন করেছে 'হাসবে সবাই, ঈদ আনন্দে - ২০২৩'।
১৮ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত টানা ৪ দিনে আমাদের ভলান্টিয়াররা পৌঁছে গিয়েছে চট্টগ্রামের নাজিরহাট, সরকারহাট, রাঙ্গুনিয়া, রাউজান, নিউমার্কেট ও হাটহাজারী এলাকায় এবং কুমিল্লা, ফেনী, রংপুর জেলায় ৩২৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের কাছে! নিজের পছন্দমতো পোশাক হাতে পেয়ে যখন এই শিশুদের মুখে হাসি ফুটে উঠে, আমাদের কাছে সেই দৃশ্য সত্যিই বুক জুড়িয়ে খুশির বন্যা বয়ে আনার মতো!
এবারের ঈদ ইভেন্টের শেষ দিনটি ছিল পবিত্র রমাদান মাসের শেষ দিন, কিন্তু তখনও বাকি রয়েছে অনেক শিশুর ঈদের কেনাকাটা! বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে এসেছিলো আরো অনেকগুলো রিকুয়েষ্ট। তাই আর দেরি না করে, দুর্বিষহ এই গরম উপেক্ষা করে, টানা ৩ দিনের ইদ ইভেন্টের কান্তি মুছে ফেলে, আমরা নেমে পড়েছিলাম শেষ বারের মতো। হাটহাজারী, ফেনী, রাউজান, সরকারহাট, নিউমার্কেট এবং কুমিল্লায় ১০৫ জন শিশুর কাছে পৌছে গেছি ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে!
এরই মধ্যে দিয়ে "হাসবে সবাই, ঈদ আনন্দে" 2023 - এক টাকায় শিক্ষা এর এবারের যাত্রার সমাপ্তি হয়।
শিশুদের পছন্দ বড় বিচিত্র। অনেক সময় নিজের পছন্দের জিনিস না পেলে, পুরো পৃথিবী হাতের মুঠোয় এনে দিলেও মন ভরে না। আমরা চাই, এই দেশের সকল শিশুর মন ভরুক। ঝলমলে বাহারি পোশাকে ঈদের দিন শিশুদের মাঝে ছড়িয়ে পড়ুক নির্মল আনন্দের বার্তা!
তারই ধারাবাহিকতায় চলমান প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে এক টাকায় শিক্ষা - Ek Takay Shikkha-র ভলান্টিয়াররা ছুটে চলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য!