বিজয়ের সুবর্ণজয়ন্তীতে হাসুক ওরাও





হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল উদালিয়ায় শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক শিক্ষার প্রসারের জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. অলি আহমদ চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয় উদালিয়া উচ্চ বিদ্যালয়। এলাকার অতিদরিদ্র শিক্ষার্থীদের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এটি।
স্কুলের সাবেক শিক্ষিকা রওশন আক্তার চৌধুরীর মাধ্যমে আমরা জানতে পারি এখানকার শিক্ষার্থীদের অস্বচ্ছলতা সম্পর্কে। । নিয়মিত ক্লাস করা যেন ওদের জন্য বিলাসিতা। কেউ কেউ শুধু পরীক্ষা দিতেই আসে, বাকি দিনগুলো তারা জীবিকা নির্বাহের তাগিদে ব্যস্ত থাকে। কেউ কৃষি, কেউবা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি কিংবা রিকশার গ্যারেজে কাজ করে। এছাড়াও ত্রিপুরা পল্লীর অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানে। নবম শ্রেনীতেই বিয়ে হয়ে যায় অনেক মেয়ে শিক্ষার্থীর।
স্কুল ব্যাগও তাদের কাছে বিলাসিতার বস্তু।
স্কুলটির অবকাঠামোগত অবস্থা বর্তমানে খুবই করুণ। বর্তমানে 'উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদ' এর যৎসামান্য অনুদানে চলছে বিদ্যালয়ের কার্যক্রম।
এই বিজয় দিবস উদযাপনের জন্য এক টাকায় শিক্ষা টিম পৌঁছে যায় দূর্গম প্রত্যন্ত অঞ্চল উদালিয়ায়।
বিজয়ের উপহার হিসেবে উদালিয়া উচ্চ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ছিল স্কুল ব্যাগ ও ফুটবল।
এর পাশাপাশি আমাদের টিম চলে যায় হাদিনগর বাস্তুহারা স্কুলে, যেখানে পূর্বে দুইবার আমরা সহযোগিতা নিয়ে গিয়েছিলাম। তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নিয়ে খুবই সন্তোষজনক বার্তা পেলাম।
পরবর্তীতে এই সহযোগিতা অব্যাহত রাখবো আমরা।
এ বিজয় সার্বজনীন, বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র।