Food Bag 2021





এক টাকায় শিক্ষা আয়োজিত চলমান প্রোগ্রাম "FoodBag 2021" শুরু হয়েছিল এপ্রিলের ১৯ তারিখ হতে।
দেখতে দেখতে রমজান মাস শেষের দিকে।
শুরু হতে হাজারো শুভাকাঙ্ক্ষীদের পাঠানো অনুদানের ভিত্তিতে আমরা হাসি ফোটাতে পেরেছি প্রায় ১০৫ টি পরিবারের মুখে। রমজান মাসের ইফতার-সেহরী যাতে হাসিমুখে কাটে তারজন্য পরিবারগুলোতে পৌঁছে গিয়েছে হাজার টাকার সমমূল্যের ফুডব্যাগ যা দিয়ে দশদিন বা তারও বেশিদিন তারা সাবলীলভাবে কাটাতে পারবে।
চট্টগ্রামের গন্ডি পেরিয়ে স্বেচ্ছাসেবকদের হাত ধরে আমাদের সহযোগিতা পৌঁছে গিয়েছে ফেনী, ঢাকা, রংপুর ও কক্সবাজারে।
গতবছরেও সুবিধাবঞ্চিত শিশুরদের মুখে হাসি ফোঁটাতে এক টাকায় শিক্ষা আয়োজন করেছিল তাদের "ইদ ইভেন্ট"।
এ বছরে, লকডাউন,করোনা ও অন্যান্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় আয়োজন করা হয়েছে রমজান মাস ভিত্তিক একটি " FOOD EVENT".
সিয়াম সাধনার এই মাসে খাবারের কষ্ট সাথে নিয়ে যাতে ইদের দিনের খুশিতে শামিল হতে না হয় সে চেষ্টা করে গিয়েছে আমাদের স্বেচ্ছাসেবকরা এবং পুরো টিম। ইদের দিনটি সত্যিকারেই হয়ে উঠুক অনাবিল সুখের, হাসিমুখে থাকুক পরিবার।
প্রতিটি ঘরেই থাকুক হাসি আর খোশমহল।
আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের পুরো টিম, স্বেচ্ছাসেবকদের এবং যারা ক্ষুদ্র হতে বড় অঙ্কের অনুদান আমাদের তুলে দিয়েছেন।
#giveOneTakaDailyChangeBangladeshGradually