বইয়ের খোঁজে কইংগ্রী লাইব্রেরী





খাগড়াছড়ি নামটা শুনলেই চোখের সামনে প্রথমেই ভেসে উঠবে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড়, দূর্গম সব গুহা ও ঝর্ণা। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের কাছে এই সব জায়গা বেশ রোমাঞ্চকর ও আনন্দের। তবে এইসবের পিছনের গল্প ও আছে বটে! পর্যটকদের জন্য স্বর্গীয় হলেও এইসব প্রত্যন্ত এলাকার মানুষগুলো বেশকিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। তার মধ্যে শিক্ষা ক্ষেত্র অন্যতম। কিন্তু এইসব প্রতিকূলতা স্বপ্ন দেখার পথে বাধা হয়ে থাকতে পারে না।
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার তেমনই একটা অঞ্চলের নাম কইংগ্রী। কইংগ্রী সচেতন ছাত্র সমাজ ও তানিমং মারমার উদ্যোগে "এসো বই পড়ি, আলোকিত মানুষ গড়ি" স্লোগানে এই গ্রামে স্থাপন করেছেন একটি পাবলিক লাইব্রেরী "কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরী" যার অর্থ "বড় থলি পাড়া জ্ঞানের আলো পাঠাগার" যেখানে মারমা সম্প্রদায়ের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে মাতৃভাষা শিক্ষাসহ বেশকিছু বিষয়ে পাঠদান করা করা হয় এবং এই লাইব্রেরীতে বসেই পড়তে পারবেন বই।
তবে, এক্ষেত্রে দরকার বই যা এই অঞ্চলে মোটেও সহজলভ্য নয়।
তাই এক টাকায় শিক্ষা শুরু করে কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরী এর জন্য বই সংগ্রহের কাজ। এই ইভেন্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শুভাকানঙ্ক্ষীরা ব্যাপক সাড়া দেন। গত ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে বইগুলো লাইব্রেরী প্রতিষ্ঠাতাদের হাতে তুলে দেওয়া হয়।

ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/events/478686816469034/?active_tab=discussion