মাদ্রাসা ইভেন্ট- এনায়েতপুর গাউসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নীয়া মাদ্রাসা





একই ক্লাসরুম। তবে গায়ের কাপড়টা আলাদা। কারো আছে মাদ্রাসার নির্ধারিত ইউনিফর্ম আবার কারো গায়ে জীর্ণ শীর্ণ জামা।
আর্থিক অসচ্ছলতার কারণে এই যে বৈষম্য, তা দূর করতে ১৬ই জানুয়ারী, ২০২১ এক টাকায় শিক্ষা টিম পৌঁছে যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার "এনায়েতপুর গাউসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নীয়া মাদ্রাসায়"
মাদ্রাসা কর্তৃপক্ষের পাঠানো আবেদনের প্রেক্ষিতে ২৪ জন ছাত্রের জন্য পাঞ্জাবী, ৯ জন ছাত্রীর জন্য বোরকা ও হিজাব এবং ৮ জনের জন্য ফ্রক প্রদান করা হয়। মাদ্রাসার জন্য ৬ টি হোয়াইট বোর্ড ও দেয়া হয়েছে।
সব কিছু ছাপিয়ে শিক্ষার্থীদের আনন্দকে দ্বিগুণ করে দেয় একটি ফুটবল।
গত কয়েকদিনে স্বেচ্ছাসেবকদের রাতজাগা পরিশ্রমও সুখের মনে হয় যখন এসব শিক্ষার্থীদের মুখে প্রাপ্তি ও কৃতজ্ঞতার হাসি ফুটে উঠে।
এই ইভেন্ট সফল করতে এক টাকায় শিক্ষার এনায়েতপুর টিম, এক্টিভ মেম্বার, এম্বেসেডর সহ উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ সার্বক্ষণিক সহযোগিতা করেছে।
আপনারা যারা নিয়মিত অনুদান প্রদানের মাধ্যমে এসব ইভেন্ট করার সাহস ও সক্ষমতা যুগিয়ে আসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।