চকোরিয়ার প্রত্যন্ত অঞ্চলের এতিমখানায় বিজয় দিবসের উপহার নিয়ে এক টাকায় শিক্ষা





বিজয়ের হাসিতে মুখরিত হোক সুবিধাবঞ্চিত এলাকা - এই প্রচেষ্টার অংশ হতে "এক টাকায় শিক্ষা" র অবিরাম ছুটে চলা বাংলাদেশের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে!

Young Bangla এর সাথে একাত্মতা পোষণ করা এবারের বিজয় দিবস উদযাপনে ছিলো বৃক্ষরোপণ কর্মসূচীও!

এই ইভেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকোরিয়া উপজেলার ইউএনও জনাব সৈয়দ শামসুল তাবরিজ।
তিনি উক্ত হেফজখানার সার্বিক অবস্থা নিয়ে হেফজখানা কমিটির সাথে কথা বলেন এবং শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা পড়তে ও লিখতে পারা এবং শুদ্ধ বাংলা ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষার্থীদেরকে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন এর পক্ষ হতে মাদ্রাসার ইউনিফর্ম, শীতের জ্যাকেট এবং একটি ফুটবল উপহার দেন। শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার চারপাশে মূল্যবান ফলজ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।