অভিযাত্রিক ফাউন্ডেশনের সাথে চট্টগ্রামে 'বিনা পয়সার বাজার" পরিচালনায় এক টাকায় শিক্ষার স্বেচ্ছাসেবকেরা





এক টাকায় শিক্ষা পরিবার বরাবরই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। আর এবার অভিযাত্রিক ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে আয়োজন করেছে "বিনা পয়সার বাজার" ইভেন্ট।
"বিনা পয়সার বাজার" শুনতে বেশ মজার! এর মূল উদ্দেশ্য ছিল, অসহায়, নিম্ন আয়ের মানুষদের পরিবারে বিনামুল্যে বাজার পৌছে দেয়া।

এ উদ্দেশ্যে, ১৯ই নভেম্বর ২০২০ ইংরেজি, ০৪ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা, ০৩ রবিউস সানি ১৪৪২ হিজরি তারিখ রোজ বৃহস্পতিবার অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে "বিনা পয়সার বাজার" প্রকল্পের আওতায় ১০০০ পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। এই প্রকল্প বাস্তবায়নে এক টাকায় শিক্ষার ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে নিযুক্ত ছিলো। যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং দক্ষতার সাথে কাজটি বাস্তবায়ন করেন।

সাহায্য গ্রহণকারী ১০০০ পরিবারকে তালিকাভুক্ত করতে, এক টাকায় শিক্ষা-র ২০ জন স্বেচ্ছাসেবক ১৭ই নভেম্বর ২০২০ ইংরেজি তারিখে চট্টগ্রাম মহানগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন বিভিন্ন বস্তি ও নিম্ম আয়ের মানুষদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করেন।
উক্ত কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন এক টাকায় শিক্ষা-র কার্যকরী সদস্য ও সহ শাখা সমন্বয়ক মোঃ সামশুদ্দোহা সৌরভ। এদিন সৌরভ ও তার দল সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৫ টা অবধি ষোলশহর এলাকার বিভিন্ন নিম্ম আয়ের মানুষদের বাড়িবাড়ি গিয়ে ১০০০ পরিবারের তালিকা তৈরি করেন।

বস্তিতে বসবাসরত পরিবারের যেকোনো একজন সদস্যের নাম,ঠিকানা,ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার সংগ্রহ করা হয়। আর সেই সাথে ওই পরিবারকে একটি টোকেন দেওয়া হয়।টোকেনটি দেখিয়ে ইভেন্টের দিন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে গিয়ে সবজি সংগ্রহ করেন তারা।

১৯ ই নভেম্বর ২০২০ তারিখে ষোলশহর রেলস্টেশনের প্ল্যাটফর্মে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে তালিকাভুক্ত পরিবারদের মাঝে সবজি বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক টাকায় শিক্ষা-র সভাপতি মো রিজুয়ান মজকুরি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ সাঈদ ছাফী, সাংগঠনিক সম্পাদক মো যোবায়ের হোসেইন, কার্যকরী সদস্য নাঈম উদ্দীন, অর্থ সম্পাদক বিবি মরিয়ম স্নিগ্ধা, কার্যকরী সদস্য মোঃ সামশুদ্দোহা সৌরভ এছাড়া আরোও উপস্থিত ছিলো এক টাকায় শিক্ষা-র এম্বেসেডর ও এক্টিভ মেম্বারগণ। অভিযাত্রিক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাদ বিন সাত্তার, নাভিদ আঞ্জুম হাসান, শিহাব আলম ও প্রমুখ।