মাদ্রাসা ইভেন্টঃ আবু হুরাইরা রাঃ হেফজখানা ও এতিমখানা





আবু হুরাইরা রাঃ হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা। এটি কোনো বিখ্যাত প্রতিষ্ঠান না হলেও এটি এলাকার একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান।
গতকাল আমরা গিয়েছিলাম সীতাকুন্ড উপজেলাধীন জাফরাবাদ ইউনিয়নের জংগল সলিমপুরে(ছিন্নমূল) অবস্থিত এ মাদ্রাসাটি পরিদর্শনে।
এলাকাটি ছিন্নমূল নামেই বেশি পরিচিত। এই এলাকায় নেই কোন সরকারি স্কুল বা মাদ্রাসা। প্রায় দু'শতাধিক শিক্ষার্থীর এই মাদ্রাসায় নূরানী কোরআন শিক্ষার পাশাপাশি একাডেমিক পড়াশোনাও চালু রয়েছে।
গত কিছুদিন পূর্বে এই মাদ্রাসায় ৩০ টা কোরআন শরীফ আর ৩০ টি বই পাঠিয়েছিলাম আমরা।
মাদ্রাসার প্রধান সমস্যা হল এখানে শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য পর্যাপ্ত পরিমাণে টুল নেই। এছাড়া মাদ্রাসার বেশ কিছু শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়, মাদ্রাসার একটি অংশে নেই বিদ্যুৎ এর ব্যবস্থা, অভাব রয়েছে প্রয়োজনীয় ফ্লোর কার্পেটের (যেহেতু শিক্ষার্থীরা এখানে ফ্লোরে বসে পড়াশোনা করে)।
তাদের সাথে গল্প করতে করতে তাদের পরিবারের অবস্থা,তাদের স্বপ্ন,সমস্যা ইত্যাদি বিষয় বাচ্চাগুলো আমাদের সাথে শেয়ার করে। কয়েকজনের সমস্যা আমাদেরকে অনেক ব্যথিত করেছে। অনেকের বাবা নেই আবার কারো মা নেই। অনেকের বাবা-মা থেকেও নেই। তারা বাচ্চাদের দেখতেও আসেনা। যা সত্যিই অনেক বেশি মর্মান্তিক।
জানেন কি তাদের বাবা-মা কি করেন? প্রায় সবার বাবা-মা দিনমজুর অথবা গার্মেন্টস কর্মী। অনেক কষ্টে তাঁরা দিনযাপন করে। যে মাদ্রাসায় আমরা গিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের ব্যবস্থা নেই, বসার জন্য বেঞ্চ নেই, সামান্য বৃষ্টি হলেই পানি উঠে পথঘাট তলিয়ে যায়। এধরণের অনেক সমস্যা আছে। আমরা তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধানের চেষ্টা করছি।
প্রাথমিকভাবে "এক টাকায় শিক্ষা" ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের বসার জন্য ২৫টি বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি অসহায় বাচ্চাদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের আশা দিয়ে এসেছি সমস্যা গুলোর অচিরেই সমাধানের। ইনশাআল্লাহ আমরা পারবো। 😊