বই শেয়ারিং প্রকল্প





‘এক টাকায় শিক্ষা’ টিমের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া। এর অংশ হিসেবে এই সংগঠন ‘পুরাতন বই সংগ্রহ’ নামক একটি উদ্যোগ নেয়। এই উদ্যোগের পরিকল্পপনা হচ্ছে অনেকের বুকশেল্ফে অনাদরে পড়ে থাকা গাইড বইগুলো সংগ্রহ করে অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের শিক্ষার পথ মসৃণ করা।
আমাদের কাছে অনেকেই সাহায্যের জন্য আসে যারা নতুন বই কিনতে পারেনা, আবার সম্পূর্ন সেট নতুন বই কিনে দেওয়াও আমাদের পক্ষে সবসময় সম্ভবপর হয়না, এক্ষেত্রে আপনার বুক শেল্ফের অপ্রয়োজনীয় অথচ পড়ার উপযোগী বই দিয়ে এমন অস্বচ্ছল শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাতে পারেন এক নিমিষেই।
উক্ত উদ্যোগে মধ্য দিয়ে ‘এক টাকায় শিক্ষা’ টিম তাদের সদস্যগণ এবং শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে অনেক সাড়া পায় এবং অনেক অস্বচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সফল হয়।

সুবিধাবঞ্চিত ও গরীব শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা, জীবনমান উন্নয়ন এবং একফালি হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টায় এক টাকায় শিক্ষা টিম কাজ করে যাচ্ছেন অবিরত।