করোনা সংকটে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা প্রদান





করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সংক্রমিত এলাকাগুলোতে মানুষের জীবন যেন স্থির। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান খোলা থাকলেও বন্ধ আছে ব্যবসাপ্রতিষ্ঠান গুলো । ফলে উপার্জনের পথ বন্ধ অধিকাংশ মানুষেরই। জমানো টাকার উপর নির্ভর করে করে দিন কাটাচ্ছেন পরিবারগুলো। খেটে খাওয়া মানুষেরা ত্রাণসামগ্রী পেলেও গ্রামের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে দাঁড়িয়ে থেকে বা ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করা অসম্ভব। ফলে যতদিন যাচ্ছে তাদের কপালে চিন্তার ভাঁজ তত গভীর হচ্ছে!

এমন অবস্থা লাঘবে এগিয়ে আসে ‘এক টাকায় শিক্ষা’ টীম। মেম্বারদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়। পরবর্তীতে সম্পূর্র্ণ অস্বচ্ছল এবং খাদ্য সংকটে পড়া পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়। এই কাজে সম্পূর্ণরূপে সাহায্য করে ‘এক টাকায় শিক্ষা’ টিমের স্বেচ্ছাসেবীরা।