করোনা সংকটে স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ক্রয়ের তহবিল সংগ্রহ





বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের ক্রান্তিকালে করোনায় আক্রান্ত রোগীরা সঠিক এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সংকটে পড়ে। কারণ স্বাস্থ্যকর্মীরা নিজেরাও নিজেদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত ছিলেন। স্বাভাবিকভাবেই সবচাইতে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের একজন আক্রান্ত হলে হাসপাতালের রোগীরা এবং তাদের পরিবার সবাই আক্রান্ত হবে। এই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে ডাক্তারদের যাতে করে কোন ঝুঁকির মধ্যে পড়তে না হয় এবং রোগীরা সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় সেজন্য এক টাকায় শিক্ষা টিম ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত মানের পিপিইর ব্যবস্থা করে। বিশেষ মাস্ক, হাত গ্লাভস, এপ্রোন, হ্যালমেট,গগলস এসব সরঞ্জামাদি পরিধান না করে কোন ডাক্তার বা নার্স করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে সাহস করবেন না। বাংলাদেশে করোনার প্রকোপ বেড়েছে পর্যাপ্ত পিপিইর অভাব, নিম্নমানের মাস্ক ও সার্বিক অব্যবস্থাপনার কারণে।

এ অবস্থার পরিবর্তন ও মোকাবিলা করতে এগিয়ে আসে ‘এক টাকায় শিক্ষা’ টিম। তারা তাদের সদস্যদের এই সমস্যা সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সদস্যদের নিয়ে তহবিল সংগ্রহ করা হয়। উক্ত তহবিল থেকে সংগৃহীত পনের হাজার টাকা পাঠানো হয় জনাব খন্দকার মোহাম্মদ হালিম সাহেবকে। তিনি চায়না থেকে ২০০ PPE এবং ২০০ গগলস আনার ব্যবস্থা করেন।

শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি দেশের এমন বিপদকালীন সময়ে ‘এক টাকায় শিক্ষা’ টীম কাজ করে যাচ্ছে নিরন্তর।