কভিড-১৯ সচেতনতা ক্যাম্পেইন, ২০২০





করোনার প্রাদুর্ভাব দেখা যাওয়ার শুরু থেকেই ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ডা.নাঈম হাসান মানবসেবায় কাজ করে যাচ্ছেন। কখনও ফ্রি টেলিমেডিসিন সেবা কখনোবা গরীব মানুষের জন্য স্বল্পমূল্যে ঔষধ সরবরাহ করেন।
মার্চের শুরু থেকেই তিনি ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের সাথে কাজ করার ইচ্ছে পোষন করেন।

‘এক টাকায় শিক্ষা’ টিম মহামারী করোনার আক্রমণ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে
৮ই মার্চ প্রথম জোবরা পি. পি. স্কুল এন্ড কলেজে যায়। এই কার্যক্রমে ডা. নাঈম সংঠনের সাথে উক্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। পরবর্তীতে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার আমাদের সাদরে অভ্যর্থনা জানান।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ডা. নাঈম হাসান করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করেন। করোনা ভাইরাস কি? কেন হয়? পরিত্রাণের উপায় কি? এসব বিষয় নিয়ে তিনি প্রত্যেক শিক্ষার্থীদের ধাপে ধাপে বিস্তারিত জানান। শিক্ষার্থীরাও তাঁর আলোচনা বেশ উৎসাহের সাথে শুনতে থাকে। সেখানে প্রায় ঘন্টাখানেক সতর্কতামুলক কথা বলে ‘এক টাকায় শিক্ষা’ টিম পাশের একটি গ্রামে যাই। কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামক একটি প্রাইমারি স্কুলে একই পদ্ধতিতে শিক্ষার্থীদের করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করা হয়।

কিছুদিন পর সরকারিভাবে সকল স্কুল কলেজ বন্ধের ঘোষণা হয় বলে এই সচেতনতামূলক কার্যক্রমের সমাপ্তি ঘটে।