"ইমাম বুখারী (রহঃ) হিফজ খানা ও ইয়াতিম খানা"-স্কুল ইভেন্ট,২০২০





হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভ করে ইমাম বোখারী (রহঃ) হিফজখানা ও এতিমখানা।ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রামের সচেতন সমাজ এই মাদ্রাসা গড়ে তোলেন।কোরআন শরীফ হিফজ করা তথা ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মাদ্রাসার আশেপাশে বসবাসরতদের সন্তানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন চলমান রয়েছে। বর্তমানে প্রায় শ'খানেক শিক্ষার্থী এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।
মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশ অস্বচ্ছল পরিবারের সন্তান।পর্যাপ্ত পরিমাণ শিক্ষা সামগ্রীর অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান এক টাকায় শিক্ষা'র সাথে যোগাযোগ করেন এবং তুলে ধরেন শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা।
এক টাকায় শিক্ষা মাদ্রাসাটির শিক্ষার্থীদের অবস্থা সরেজমিনে যাচাই করার পর শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনা করে ০১.০৩.২০২০ ইংরেজি তারিখে পরিচালনা করে মাদ্রাসা ইভেন্ট। প্রতিষ্ঠান প্রদানের তথ্য অনু্যায়ী মাদ্রাসার হিফজ বিভাগের ১০ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ এবং ৫৫ জন শিক্ষার্থীদের হাতে আমপারা তুলে দেন। ইভেন্ট পরিচালনায় আর্থিকভাবে সহযোগিতা করেন এক টাকায় শিক্ষা'র ওমান প্রবাসী সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও মাদ্রাসা প্রধান,মাদ্রাসা পরিচালনা পরিষদ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এক টাকায় শিক্ষা টিম গুণগত শিক্ষা প্রদানের গুরুত্ব আলোচনা করে এবং কোন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন যাতে থেমে না যায় সেই ব্যাপারে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেয়।