যাত্রা শুরু "এক টাকায় আলোকিত নোয়াখালী"-র





নোয়াখালী জেলার চৌমুহনী রেল স্টেশনে র ছোট একটা রুমে প্রায় ৭০জন বাচ্চা পড়ালেখা করে।পথশিশু রা সবাই বস্তিতে থাকে যার ফলে তাদের শিক্ষা নিয়ে তাদের পরিবার উদাসীন। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য স্বপ্নপুরী আনন্দ স্কুল নামে একটি non profit organisation স্টেশন সংলগ্ন বস্তির বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেয়।

আমাদের সংগঠন এক টাকায় শিক্ষা তাদের এই কার্যক্রমকে সম্মতি দিয়ে সহযোগিতার হাত বাড়ায়।এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করেছে স্বপ্নতরী ফাউন্ডেশন। স্বপ্নতরী ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা ঐ স্কুলের ৭০জন বাচ্চাকে স্কুল ব্যাগ বিতরণ করি যেন তারা তাদের স্বপ্নকে আরও বড় করতে পারে।

একইদিনে ‘এক টাকায় শিক্ষা’ টীম তাদের নোয়াখালি শাখা ‘এক টাকায় আলোকিত নোয়াখালি’ এর শুভ উদ্ভোধন করে। এই সময় নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এক টাকায় শিক্ষা’ এর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।