"ফেদাই চৌধুরী বাড়ি মাদ্রাসা"- স্কুল ইভেন্ট, ২০২০





কারো কলম নেই তো কারো খাতা। কারো কাছে চকবোর্ড থাকলেও ছোট চকটি সালমার ছোট আঙ্গুলের জন্যেও ছোট হয়ে গেছে। বসার জন্য কোন বেঞ্চি নেই তবুও থেমে নেই সালমাদের মাদ্রাসার ক্লাস। ব্যাগ নেই বলে হোসেন বাজারের ব্যাগে করেই বই নিয়ে আসলো। তাদের স্বতঃস্ফূর্ত চিৎকার করে পড়ার আওয়াজ আমরা দূরে রাস্তা থেকেই শুনতে পাই। তাদের অনেক কষ্ট করেই পড়তে আসছে তবু তাদের দেখে তা বোঝার উপায়।

সালমা-হোসেনদের মতো বেশিরভাগ শিক্ষার্থী হলো হতদরিদ্র কিংবা নিম্ন বিত্ত ঘরের সন্তান। বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতায় বিনা বেতনে ফ্রি বইসহ সকল শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। এ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য প্রয়োজন বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ। এ শিক্ষা উপকরণ টুকুও তাদের দরিদ্র পরিবার তাদের হাতে দিতে পারছে না।

তাদের এ কষ্টে ব্যাথিত হয়ে মনিয়াপুকুর বাজারের ওষুধের দোকানি আরাফাত "এক টাকায় শিক্ষা" সংগঠনের সাথে যোগাযোগ করে। তার এ ডাকে সারা দেয় "এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের" এনায়েতপুর শাখার সদস্যরা।

পরদিন সংগঠনের দুজন সদস্য মাদ্রাসায় গিয়ে সরেজমিনে পরীক্ষা করে আসি কার কি লাগবে? আমরা "এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন" কখনোই কাউকে সরাসরি অর্থ দিয়ে সহায়তা করি না (বিশেষ বিবেচনা ব্যতীত)। যাই হোক সেখানে গিয়ে আমরা দেখলাম বেশিরভাগের কাছেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নেই। শিক্ষকদের কাছ থেকে লিস্ট নিয়ে আমরা ফিরে আসি।

দুইদিন পর " ভালোবাসার নৌকা" নিয়ে ফেদাই চৌধুরী বাড়ি মাদ্রাসায় গিয়ে উপস্থিত এক টাকায় শিক্ষা সংগঠনের সদস্যরা। সেখানে আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সালমা হোসেনরা।
তাদের সবার চোখে খুশির ছাপ স্পষ্ট।

হোসেন আজ প্রথম কাঁধে ব্যাগ ঝোলাবে এর আগে রিকশাচালক হোসেনের বাবা কখনো হোসেনের কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিতে পারে নি। আজ থেকে সালমার ছোট আঙ্গুলে চক ছোট হবে বরং চক বড় হওয়ায় তাকে আংশিক ঝামেলায় পড়তে হতে পারে।
এভাবেই সালমা হোসেনসহ ৪০ জনকে একটা শিক্ষা ফাউন্ডেশন ভালোবাসার নৌকা পৌঁছে দিয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ব্যাগ এবং সে ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাতা,কলম, রাবার, রুলার, জ্যামিতি বক্স, চক এবং চক বোর্ড সরবরাহ করেছে। অবশিষ্ট কিছু শিক্ষা উপকরণ মাদ্রাসা শিক্ষকদের দেয়া হয়েছে যাতে তা পরবর্তীতে কোন শিক্ষার্থীকে সহায়তা করা যায়।

এভাবেই দিকে দিকে "ভালোবাসার নৌকা" পৌঁছে দিচ্ছে "এক টাকায় শিক্ষা" ফাউন্ডেশনের সদস্যরা।
আমাদের একটাই লক্ষ্য অর্থের কারণে যেন ঝড়ে না যায় কোন শিক্ষার্থী। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক মানবতা।