প্রজেক্ট আগামীঃ হাটহাজারী কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ২০২০





গত ২৩ শে জানুয়ারি এক টাকায় শিক্ষা টীম হাটহাজারী সরকারি কলেজে এইচ. এস. সি ও তার পরবর্তী সময়ের দিকনির্দেশনার জন্য একটি সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সে সময় সম্পর্কে ধারণা দেয়া যখন তারা তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই সেমিনারে পেশা নির্বাচন থেকে শুরু করে নতুন বন্ধুত্ব, আয়োজন, উৎসব ও বিশ্ববিদ্যালয়ের অজস্র অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সেমিনারে অনলাইন এবং কলেজ ক্যাম্পাসের বুথ থেকে শতাধিক শিক্ষার্থীবৃন্দ রেজিস্ট্রেশন করে। সেমিনারটিতে তিনটি সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত কিংবা পছন্দসই সাবজেক্ট বা প্রতিষ্ঠানে সুযোগ না পেলে কী করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় বক্তারা বলেন, 'আমাদের জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়টা। এই সময় যেমন বিভিন্ন সুযোগের আনাগোনা থাকে ঠিক তেমনি সঠিক সিদ্ধান্ত সম্পর্কে ধারণা ও কম থাকে। এই উদ্যোগ তোমাদের সঠিক পথ নির্বাচনে সাহায্য করবে।”

সেমিনারের প্রথম সেশন জাতীয় সংগীতের সাথে উদ্বোধন করা হয়। এরপর সম্মানিত শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ‘প্রজেক্ট আগামীর’ লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের সামনে। দ্বিতীয় সেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কুইজের মাধ্যমে জরিপ পরিচালনা করা হয়। এইসময় ২০১৯-২০ সেশনে হাটহাজারী কলেজ হতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। তৃতীয় এবং শেষ সেশনে শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এইসময় কী নোট স্পীকারদের প্রশ্নের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরবর্তীতে ‘এক টাকায় শিক্ষা’ টীমের পক্ষ থেকে কী-নোট স্পীকারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে হাটহাজারী কলেজের যে কোন চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর উচ্চশিক্ষায় সাহায্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে এই সফল সেমিনারের ইতি টানা হয়।

আমাদের অনুষ্ঠানটি পরিচালনায় স সার্বিকভাবে সহযোগিতা করেছেন রিলায়েন্স গ্রুপ এবং কনক ইভেন্টস।

ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/events/754097154993979/?active_tab=discussion