এইচ এস সি-২০২০ পরীক্ষার্থীদের পাশে এক টাকায় শিক্ষা





এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন শিক্ষার্থীদের একটি সংগঠন। এক টাকায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য নিবেদিত একটি সংগঠন। আমাদের দেশের বিশাল এই জনগোষ্ঠীকে সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে আমাদের দেশের সরকারকে। তাই বলে কী আমরা পিছিয়ে পড়ব? এমন পিছিয়ে যাওয়া থেকে উত্তরণের জন্যই আমাদের প্রচেষ্টা সবসময়।মেধাবীদের থমকে যেতে না দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

হাটহাজারী সরকারি কলেজের এইস এস সি পরীক্ষার ফরম ফিলাপ এর শেষ দিনে কাল। তবে একজন শিক্ষার্থী খুবই হতাশ। আসলেই কী তার জীবনের ভাগ্য পরিবর্তনের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে?আবার ফিরে যেতে পারবে কী তার প্রিয় বিদ্যাপীঠে? এতগুলো বিদঘুটে চিন্তায় অস্তির সে।কারণ তার ফরম ফিলাপের পর্যাপ্ত কোন টাকা নেই।অর্থের অভাবেই অনিশ্চয়তা পড়ছে তার শিক্ষা জীবন। আমাদের ফাউন্ডেশনের হ্যাল্প লাইনে জানায় তাঁর সমস্যার কথা। আমাদের ফাউন্ডেশনের কয়েকজন প্রতিনিধি সরাসরি যোগাযোগ করে সেই ছাত্রদের সাথে এবং হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষকে সার্বিক বিষয়ে জানিয়ে দেয়।আমাদের ফাউন্ডেশনের অর্থায়নে তাঁদের ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করি।

ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য কলেজ নানুপুর লাইলা কবির ডিগ্রী কলেজ। এই কলেজের দুইজন মেধাবী শিক্ষার্থীর পারিবারিক সমস্যার কারণে থমকে যাচ্ছে তাঁদের শিক্ষাজীবন। অনিশ্চিত হয়ে পড়ছে তাঁদের এইচ এস সির মত গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ। নানুপুর কলেজে আমাদের ফাউন্ডেশনের দুইজন এম্বাসেডরের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিস্তারিত খবরাখবর নিয়ে শিক্ষা সহায়তা প্রদান করি।

আমরা সবসময় আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতা এবং আগ্রহ নিয়েই আমাদের অগ্রযাত্রায় অগ্রগতি হয়। শুধুমাত্র এক টাকার যাদুতে আমরা এগিয়ে যাই।আপনিও চাইলে যুক্ত হত পারেন এই মহৎ দেশ সেবার কাজে। আমরা বাংলাদেশের সেবক আমরা স্বেচ্ছায় দেশ সেবার কাজে নিয়োজিত যুদ্ধা। আমিও শামিল হোন আমাদের এই যুদ্ধে। এক টাকার যাদুতেই বদলে দেব দেশ,ইনশাআল্লাহ।

ছবিঃ এক টাকায় শিক্ষার অ্যাম্বাসেডরস