এস এস সি-২০২০ পরীক্ষার্থীদের পাশে এক টাকায় শিক্ষা





ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের মূল ভূখণ্ডের তুলনায় আমাদের দেশে বসবাস করছে বিশাল একটা জনগোষ্ঠী।তবে তথ্য প্রযুক্তির আধুনিক বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার একমাত্র অবলম্বন হল শিক্ষা।শিক্ষা অর্জনে পিছিয়ে পড়লে আমাদের দেশ পিছিয়ে পড়বে।

স্বল্প ভূখণ্ডের তুলনায় বিশাল জনগোষ্ঠী বসবাস করায় আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা অর্জনে বাধাঁর সম্মুখীন হচ্ছে।এসব পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেন নিজেকে শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করতে পারে এমন মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন। এমন কিছু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আশার আলো হয়েছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন।

তাঁরা সমবয়সী দুইবোন।সামনে তাদের এস এস সি পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে।এস এস সি পরীক্ষার মত একটা পরীক্ষার চাপ ব্যাতিত তারা সবচেয়ে বেশি চিন্তিত আদৌও কী দুবোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে?অনিশ্চয়তার অন্যতম কারণ অর্থের অভাবে ইতোমধ্যে স্কুলের মধ্যে তিন অংকের বিশাল টাকা বাকী,সাথে যুক্ত হবে ফরম ফিলাপের ফি।এছাড়াও কোচিং ফি এবং টেস্ট পেপার কেনা বাবদ বিশাল অংকের টাকা প্রয়োজন।

মেয়ে দুটির বাবা একজন রিকশাচালক।রিকশাচালক বাবার যা আয় করে তা দিয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।পারবেন কী মেধামী মেয়েদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে? খবর আসে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের কাছে। আমরা আশ্বস্ত করি টাকার জন্য আটকাবে না শিক্ষাজীবন। আমরা বিস্তারিত খবরাখবর নিয়ে সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করি।

একজন মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে আটকে গেছে তার এস এস সি পরীক্ষার ফরম পূরণ। বাবা পেশায় একজন দিনমজুর। কিন্ত দিনমজুর বাবার পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছেনা। নিরুপায় হয়ে ভরসা রাখে এক টাকায় শিক্ষা পরিবারের কাছে। আমরা সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করি।

এমন অর্থাভাবে থেমে যাওয়া অনেক মেধাবী শিক্ষার্থীর আশার আলো হয়েছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন। যাদের কারো বাবা রিকশাচালক,দিনমজুর কিংবা বার্ধক্য জনিত কারণে অসুস্থ। আমরা তাদেরকে উপযুক্ত শিক্ষা সহায়তা, টেস্ট পেপার এবং পরামর্শ দিয়ে পাশে ছিলাম। এমন শত সম্ভাবনার গল্প লিখছে এক টাকায় শিক্ষা।আমাদের ভিত্তি আমাদের সাথে যুক্ত সহস্রাধিক তরুণ সমাজ।আমরা এক হয়েছি এক টাকার শক্তিতে দেশ বদলে দেবার অঙ্গীকার নিয়ে।

আমাদের শিক্ষা সম্ভাবনার আলোর মশাল দিয়েই আমরা প্রজ্জ্বলিত করব স্বপ্নের বাংলাদেশ। আমরা করব জয়।