কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০১৯





“এক টাকায় শিক্ষা”-র ধারাবাহিক কার্যক্রম হিসেবে ২রা সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি তারিখে স্কুল ক্যাম্পেইন পরিচালিত হয় কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা কুলালপাড়া পাড়ায় এই বিদ্যালয়টি অবস্থিত।এই বিদ্যালয়ে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হওয়া সত্ত্বেও এই কুলালপাড়ায় পড়াশোনারত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক বেশি।কারণ হিসেবে লক্ষ্য করা যায়, বিদ্যালয়ে পড়াশোনারত শিক্ষার্থীদের বেশিরভাগই গরিব হিন্দুপল্লীর সন্তান। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থাকলেও শিক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নূন্যতম খরচ বহন করতে পারে না এখানকার অস্বচ্ছল পরিবারগুলো।ফলে তাদের সন্তানেরা বঞ্চিত হয় শিক্ষার আলো থেকে।

এক টাকায় শিক্ষা'র স্বেচ্ছাসেবকরা বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার শিক্ষার্থীদের দুরবস্থার কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত এইসব শিক্ষার্থীদের অবস্থার পরিপ্রেক্ষিত বিবেচনা করে “এক টাকায় শিক্ষা” এই বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনু্যায়ী ২রা সেপ্টেম্বর ২০১৯ তারিখে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করে। এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ রাইহান রশিদ এবং এই সংঘটনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য,এই বিদ্যালয়ে এর পূর্বে ১১ই আগস্ট ২০১৮ ইংরেজি তারিখেও এক টাকায় শিক্ষা'র একটি ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল। যেখানে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরকে পিএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় টেস্ট পেপার এবং ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া কুলালপাড়ার এই বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এক টাকায় শিক্ষার সহযোগিতা এবং অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রম চলমান রয়েছে।