বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে এক টাকায় শিক্ষা,২০১৯





এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের মূখ্য উদ্দেশ্য আর্থিকভাবে দূর্বল, মেধাবী, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রায় সম্মুখে তুলে আনা।আমরা বলি "অর্থের কাছে হার মানব না,আমরা আছি তোমাদের পাশে" -এমন একটি বিশ্বস্ত হাত "এক টাকায় শিক্ষা" ফাউন্ডেশন।

এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন শুধুমাত্র স্কুল কিংবা কলেজ কেন্দ্রিক শিক্ষার্থীদের আশ্রয়স্থল নয়, বরং এক টাকায় শিক্ষা পাশে দাঁড়িয়েছে আর্থিকভাবে দূর্বল কিন্ত উচ্চশিক্ষায় প্রবল ইচ্ছাশক্তি আছে এমন শিক্ষার্থীদের পাশে। এমন কিছু ইচ্ছাশক্তি জয়ী শিক্ষার্থীর গল্প শোনাব আজ।

মেয়েটির বাবা একজন রিকশাচালক; কিন্ত মেধাবী। তার প্রবল ইচ্ছাশক্তি সে বিশ্ববিদ্যালয়ে পড়বে।আমরা তার ইচ্ছাশক্তিকে হেরে যেতে দিইনি। চট্টগ্রামের স্বনামধন্য একটি কোচিং সেন্টারে পড়ার ব্যাবস্থা করে দিয়েছি।

ছেলেটি খুবই দুর্দান্ত মেধাবী একজন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় পেয়েছে জি পি এ ফাইভ। নিজ প্রচেষ্টায় পাশ করে এইস এস সি পাশ। শুরু হল ভর্তি কোচিং কিন্ত তার হাতে এডমিশন টেস্টের পড়ার জন্য বই কেনার কোন অর্থ হাতে নেই। আমরা তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে থেমে যেতে দিই নাই। পাশে দাঁড়িয়েছি এবং পর্যাপ্ত বই সহায়তা করেছি।

আপনার জন্য মাত্র এক টাকা আমাদের জন্য বিশাল ভালোবাসার ভান্ডার। একজন মেধাবী শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। কিন্তু সে পরীক্ষা দিবে এমন কোন সামর্থ্য ছিলো নাহ। আমাদের ফাউন্ডেশন তাঁর পাশে থেকে সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সে বিশ্ববিদ্যালয় পিউর সায়েন্সের একটা বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে।

আমাদের সহায়তায় একজন শিক্ষার্থী মাওলা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে।

"এক টাকায় শিক্ষা" পরিবার হাটহাজারীর একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য বই সহায়তা করেছিল। এই শিক্ষার্থীর সাফল্যগাঁথা দেখে অবশ্যই আপনাকে অভিভূত করবে। তাঁর বিশ্ববিদ্যালয়ের মেধাক্রম যথাক্রমে ঢাবি বি ইউনিট এ ৩৩২ তম, জগন্নাথে বি ইউনিট এ ৫০১তম, ঢাবি ডি ইউনিট এ ১৬৮তম, চবি বি ইউনিট এ ৪র্থ, চবি ঘ ইউনিট এ ১০৫ তম হয়েছে।

২০১৮৯-২০ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসচ্ছ্বল শিক্ষার্থীদের ভর্তি হতে প্রায় ৫০,০০০ টাকার ভর্তি ফিসহ অন্যান্য শিক্ষা সহায়তা করেছে "এক টাকায় শিক্ষা" ফাউন্ডেশন।

এই সফলতাগুলো আমাদের আন্দোলিত করে, আমরা অনুপ্রেরণা পাই। আমরা স্বপ্নবাজ। আমরা স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে।

"আসবে পথে আধার নেমে,তাই বলে কী রইব থেমে?"

আমাদের প্রচেষ্টা অন্ধকারাচ্ছন্ন শিক্ষার্থীদের অন্ধকার দূর করে আলো দেখানো। হয়তো এক টাকা মাত্র ; তবে "এক টাকায় শিক্ষা" ফাউন্ডেশনের জন্য "এক টাকা" এক একটা শিক্ষার্থীর স্বপ্ন পূরণের গল্প। আমাদের প্রচেষ্টায় "এক টাকার শক্তিতে " বাংলাদেশকে বদলে দেব ইনশাআল্লাহ।

আমরা যাদের পাশে দাঁড়িয়েছি,আশা রাখি তারাই একদিন আমাদের অনুকরণ -অনুসরণে,শত শিক্ষার্থীর আশার আলো হয়ে দাঁড়াবে।