ফটিকছড়ি "গাউছিয়া রজভীয়া এজাহারুল উলুম সুন্নিয়া মাদারাসা"- স্কুল ক্যাম্পেইন,২০১৯





ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা উত্তর ধর্মপুর ইউনিয়নের আমতলী গ্রামে অবস্থিত গাউছিয়া রজভীয়া এজহারুল উলুম সুন্নিয়া মাদ্রাসা।

মুসলিম অধ্যুষিত এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে গ্রামের মানুষের সহযোগিতায় ২০০৫ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে মাদ্রাসাটিতে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। পড়াশোনারত শিক্ষার্থীদের বেশিরভাগই খেটে খাওয়া দিনমজুরের সন্তান।ফলে প্রয়োজনীয় অর্থের অভাবে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা অনেকের পক্ষে সম্ভব হয়না।

এক টাকায় শিক্ষা'র ফটিকছড়ি উপজেলার সদস্যরা জানান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ইউনিফর্ম, জ্যামিতি বক্স,খাতা ইত্যাদির অভাবে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানে বিঘ্ন ঘটছে। সুবিধাবঞ্চিত এইসব শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এক টাকায় শিক্ষা ফটিকছড়ি উপজেলার এই মাদ্রাসায় ২৮.০৯.২০১৯ ইংরেজি তারিখে মাদ্রাসা ইভেন্ট পরিচালনা করে।
ইভেন্টে মাদ্রাসাটির ৩য়,৪র্থ,৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স এবং ১০০ জন শিক্ষার্থীর মাঝে হাতের লেখা অনুশীলন করার খাতা বিতরণ করে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনে পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রয়োজনীয় সর্বাত্মক সহায়তা পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয় মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক এবং শিক্ষকদের।