"আলাওল পাড়া কুরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্র"-স্কুল ইভেন্ট,২০১৯





হাটহাজারী উপজেলার অন্তর্গত ফতেপুর ইউনিয়নাধীন এলাকা আলাউল পাড়া।যেখানে বসবাসরত পরিবারদের বেশিরভাগই অনগ্রসর এবং নিম্নবিত্ত।শিক্ষাক্ষেত্রেও বেশ পিছিয়ে রয়েছে এই এলাকার মানুষ।রয়েছে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। এই এলাকায় ধর্মীয় শিক্ষার অভাব লাঘব করার জন্য কয়েকবছর আগে হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আলম প্রতিষ্ঠা করেন কোরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্র।যিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বে বর্তমান আছেন।

এই প্রতিষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।প্রতিষ্ঠানটির বেশিরভাগ শিক্ষার্থীর পরিবারের কর্তারা টেক্সি চালক,রাজমিস্ত্রি এসব পেশায় দিনমজুরি খেটে কোনমতে নিজেদের পরিবারের ব্যয় নির্বাহ করেন।যার কারণে প্রায়সময় তাদের পক্ষে সন্তানদের শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা সম্ভব হয়না।ফলে নিম্নবিত্ত পরিবার থেকে আগত এসব শিক্ষার্থীরা যুক্ত হয় পিছিয়ে পড়াদের দলে।ব্যাহত হয় তাদের শিক্ষা কার্যক্রম।

মাদ্রাসাটির শিক্ষার্থীদের এই দুরবস্থার কথা জানতে পেরে এক টাকায় শিক্ষা পরিচালনা করে মাদ্রাসা ক্যাম্পেইন।৩১শে আগস্ট ২০১৯ ইংরেজি তারিখে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।ক্যাম্পেইনে এই মাদ্রাসাটির ১০০ জন শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ খাতা,কলম,পেন্সিল,রাবার,শার্পনার,স্কেল ইত্যাদি তুলে দেয় এক টাকায় শিক্ষা।

এক টাকায় শিক্ষা'র এই ক্যাম্পেইন পরিচালনায় আর্থিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।তিনি সমাজের উন্নয়নমুখী এই ক্যাম্পেইন পরিচালনার জন্য এক টাকায় শিক্ষাকে স্বাগত জানান এবং এই ক্যাম্পেইন অব্যাহত রাখার তাগিদ দেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক টাকায় শিক্ষা কর্তৃক পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এক টাকায় শিক্ষা।