"এক টাকায় শিক্ষা"- ইদ ইভেন্ট, ২০১৯





এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন বিগত তিনবছর যাবত এক টাকায় শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে ।SDG লক্ষ্যমাত্রার অন্যতম একটি লক্ষ্যমাত্রা হল মানসম্মত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক ও সমতা-ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। আমাদের ফাউন্ডেশন মানুষের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিতকরণ ব্যাতীত অন্যান্য অধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্য রেখে বিভিন্ন কো-ইভেন্ট আয়োজন করে। সে ধারাবাহিকতায় ২০১৯ সালেও প্রতিবারের মত আয়োজিত হয় ছিন্নমূল পথশিশুদের নিয়ে "এক টাকায় শিক্ষা" ইদ ইভেন্ট।আমাদের ইদ ইভেন্টের মূল লক্ষ্য ছিলো, যেসকল হতদরিদ্র পিতামাতা একটি নতুন জামার অভাবে ইদের দিন তাদের সন্তানের মূখে হাসি ফোটাতে পারেনা, তাদের মুখে হাসি ফোটানো। আমাদের প্রথম ইদ ইভেন্টে আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রায় ৩৮২ জন ছিন্নমূল পথশিশু এবং হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।

আমাদের ইদ ইভেন্টের বৈচিত্রতা হল আমরা পথশিশুদেরকে মার্কেটে নিয়ে নিজেদের পছন্দমতো কাপড় কিনে দিয়েছি। অত্যন্ত আনন্দের ব্যাপার হল, আমাদের ইদ ইভেন্টে কেবল চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাহ।আমাদের ইদ ইভেন্টের মাধ্যমে হাসি ফুটেছে চট্টগ্রাম ব্যাতিত কুমিল্লা,বান্দরবান এবং বরিশাল জেলায় শতাধিক পথশিশুদের মুখে।তিনদিন ব্যাপী আমাদের ইদ ইভেন্টের কার্যক্রমের মধ্যে প্রথমদিন ফটিকছড়ি উপজেলা,নাজিরহাট এবং সরকারহাটে প্রায় ৭৫ জন শিশুর হাতে আমরা নতুন জামা তোলে দিয়েছি।দ্বিতীয় দিন হাটহাজারী এবং চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ের জিরো পয়েন্টে প্রায় ১০৫ জন শিশুর মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি।তৃতীয় দিন চটগ্রামের বাইরে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের ইদ ইভেন্টের কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা,বান্দরবান এবং বরিশালে পথশিশুদের হাতে ইদের নতুন জামা তোলে দেয়।

আমরা কেবল ইদের নতুন জামা দিয়েই আমাদের দায়বদ্ধতা শেষ করিনি,আমাদের ফাউন্ডেশন ইদ ইভেন্ট পরবর্তীতে আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীদের খবর নিয়ে শিক্ষা সহায়তা প্রদান করেছে।আমাদের শুভাকাঙ্ক্ষীদের সর্বোচ্চ আন্তরিকতা এবং সহায়তা পেলে আমরা নতুন উদ্যোমে কাজ করে একটি সুন্দর, শিক্ষাবান্ধব আলোকিত বাংলাদেশ গড়ে তোলব ইনশাল্লাহ।