ফেনীতে "এক টাকায় শিক্ষা"র স্বপ্নযাত্রা- "এক টাকায় আলোকিত ফেনী "





"অভাব যেন না রুখে শিক্ষাজীবন
শিক্ষা হোক সর্বজনীন "

- এই স্লোগানকে ধারণ করে ১২ই মার্চ ২০১৯ইং মঙ্গলবার ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত "কামাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় " এ ছুটে যায় 'এক টাকায় শিক্ষা' -এর টিম।
স্কুলটি জেলা শহর থেকে প্রায় ১৪ কি: মি: দূরে প্রত্যন্ত অঞ্চলে ভারতে ত্রিপুরা সীমান্তে অবস্থিত হওয়ার দরুন শিক্ষার আলো ঠিক ততটা বিস্তৃতি লাভ করেনি এবং জীবনযাত্রার মানও উন্নত ছিল না। এখানকার অধিকাংশ মানুষই শিক্ষা সম্বন্ধে সচেতন নয় যার ফলে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সংখ্যাও বেশী। তাই 'এক টাকায় শিক্ষা ' টিম পিছিয়ে পড়া এই সমাজকে এগিয়ে আনতে এবং সচেতন করার লক্ষ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেছে নেয় এই স্কুলকে। স্কুলের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে 'এক টাকায় শিক্ষা' টীম। শিক্ষা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় উৎসাহিত করা হয় এবং সবসময় পাশে থাকার অঙ্গীকার করা হয়। এইসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্কুলের বর্তমান অবস্থা ও বিভিন্ন প্রয়োজন তুলে ধরেন। "এক টাকায় শিক্ষা " টিম ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে তাদের যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করে।

পরবর্তীতে এই টিম ফুলগাজী উপজেলাস্থ "ফতেপুর সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয় " নামে আরেকটি স্কুল পরিদর্শন করে। এখানে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা পেন্সিল সহ যাবতীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব ও এর ধারাবাহিকতা রক্ষার জন্যে অনুপ্রেরণা দেয়া হয়।

একই দিন "এক টাকায় আলোকিত ফেনী " নামে 'এক টাকায় শিক্ষা' সংগঠনের ফেনী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এভাবেই এক টাকায় শিক্ষা দেশের প্রত্যন্ত অঞ্চল সহ গরীব এবং অসহায় শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে নিরন্তর।