"হাদী নগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়"-স্কুল ক্যাম্পেইন, ২০১৯





২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির অতীতের রক্তঝরা এই দিনে মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শহীদ বেদীতে ফুল দিয়ে। ২১ শে ফেব্রুয়ারির এই দিনে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা রাষ্ট্রভাষা বাংলা করার দাবীতে মিছিল করতে গিয়ে রাজপথে হানাদারের গুলিতে যারা শহীদ হয়েছিল এক টাকায় শিক্ষা সেসব ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ তৈরী করার প্রত্যয়ে ২০১৯ সালের ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে।

হাটহাজারী উপজেলার ১নং ইউনিয়ন ফরহাদাবাদের বিচ্ছিন্ন এলাকা জঙ্গল উদালিয়ায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাটহাজারীর মূলস্রোত থেকে বিচ্ছিন্ন এই জঙ্গল উদালিয়ায় মূলত ত্রিপুরা উপজাতির বাস। হতদরিদ্র এসব ত্রিপুরাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ জুমচাষ।এই এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির নলকূপের অভাব। নেই কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ত্রিপুরা পল্লীর এসব উপজাতির সন্তানেরা বেড়ে উঠছে এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে।যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে প্রতিষ্ঠার দীর্ঘকাল পরেও নেই কোন পাকা দালান। টিনশেড নির্মিত এই বিদ্যালয়ে ছিল না কোনো ফ্যানের ব্যবস্থা। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। সরকারি বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ এবং বিনামূল্য পাঠ্যবই প্রাপ্তির সুবিধা থাকলেও দরিদ্র পরিবারের এসব শিক্ষার্থীদের রয়েছে পড়াশোনার জন্য অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব।

স্বেচ্ছাসেবকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক টাকায় শিক্ষা হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারী ২০১৯ ইংরেজি তারিখে স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থীর হাতে ব্যাগ এবং শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয় অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ব্যাগ প্রদানের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতায় করে স্বপ্নতরী ফাউন্ডেশন।

ক্যাম্পেইনে এক টাকায় শিক্ষা শিক্ষার্থীদের দুরবস্থার কথা চিন্তা করে বিদ্যালয়ের জন্য ফ্যানের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করে।

পরবর্তী ১৭ই মার্চ ২০১৯ ইংরেজি তারিখ জাতীয় শিশু দিবসে "এক টাকায় শিক্ষা" হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩ টা ফ্যান এবং ১টি হোয়াইট বোর্ড প্রেরণ করে। গ্রীষ্মের তীব্র দাবদাহে এই ফ্যানগুলো শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দেয়।
ক্যাম্পেইন পরিচালনার পরবর্তী সময়ে বিদ্যালয়টির দুরবস্থা সরকারি মহলের নজরে আসে এবং বিদ্যালয়ের অবস্থার উন্নতির জন্য বিভিন্ন মহতী উদ্যোগ গ্রহণ করে।

"এক টাকায় শিক্ষা" বিশ্বাস করে সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীর জন্য এই ক্ষুদ্র সহযোগিতায় শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে।