"উদালিয়া গাউসিয়া মাদ্রাসা"-স্কুল ক্যম্পেইন,২০১৮





উদালিয়া গাউসিয়া মাদ্রাসা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাট এর পশ্চিমে প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে অবস্থিত। এই মাদ্রাসা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৮তে এসেও এর অবস্থা এতই খারাপ যে পিএসসি/ইবতেদায়ী পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পরীক্ষার যাবতীয় খরচ ঐ প্রতিষ্ঠানই বহন করেছে কয়েক বছর। এই এলাকার কিছু মানুষদের সাথে কথা বলে জানা যায়, এখানে যাদের সামর্থ্য রয়েছে তারা তাদের সন্তানকে স্কুলে ভর্তি করে আর যাদের সামর্থ্য নেই তাদের ভরসার একমাত্র আশ্রয়স্থল এই মাদ্রাসা। বেশিরভাগ শিক্ষার্থীদের পরিবারের এমন অবস্থা যে, মাদ্রাসার জন্য নির্ধারিত ইউনিফর্মটাও কিনে দেওয়ার সামর্থ্য নেই। এসব শিক্ষার্থীদের এমন অবস্থা 'এক টাকায় শিক্ষা' ফাউন্ডেশনের নজরে আসলে ২০ অক্টোবর ২০১৮ ইংরেজি তারিখে মাদ্রাসাটির প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। এক টাকায় শিক্ষা'র এই ইভেন্ট সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য জনাব মুহাম্মদ রাশেদুল আলম রাসেল। মাদ্রাসা সুপারের সাথে কথা বলে শিক্ষার্থীদের আরো বেশ কিছু সমস্যার কথা জানা যায় যা এক টাকায় শিক্ষা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷