"ফেনুয়া টি-স্টেট সরকারী প্রাথমিক বিদ্যালয়"-স্কুল ক্যাম্পেইন,২০১৮





চট্টগ্রাম জেলায় চা উৎপাদনে শীর্ষ উপজেলার মধ্যে ফটিকছড়ি উপজেলা অন্যতম। এই উপজেলার প্রায় ২২টিরও অধিক চা বাগান থেকে নিয়মিত চা উৎপাদন হয়। ফেনুয়া টি স্টেট তাদের মধ্যে একটি। ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে এই চা বাগানটি অবস্থিত। ১৯৭০সালে এই চা বাগানের পাশেই প্রতিষ্ঠিত হয় ফেনুয়া টি স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই বিদ্যালয়ে পড়াশোনা করে ফেনুয়া টি স্টেটের নিম্ন আয়ের শ্রমিকদের সন্তান। যারা জীবিকার তাগিদে প্রাথমিকের গন্ডি পেরোনোর পূর্বেই চা বাগানে শ্রমিক হিসেবে জীবন যুদ্ধে লেগে পড়ে। বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা শুরু করলেও চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে উঠে আসতে সে সংখ্যা দাঁড়ায় ১০-১৫ জনে। যে বয়সে শিশুদের পড়াশোনা আর খেলাধুলায় মেতে উঠার কথা সে বয়সের এসব শিশুদের মুখোমুখি হচ্ছে নির্মম বাস্তবতার। প্রয়োজনীয় অর্থের অভাবে শিক্ষা থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে চা শ্রমিকের এই সুবিধাবঞ্চিত সন্তান গুলো। যে স্কুলে চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণির অনেকেই স্কুলে স্যান্ডেল ছাড়া চলে আসতে পারে তাদের কাছে শিক্ষা কেবল হিসাব জানার জন্য দু'কলম লিখতে পারার মাধ্যম ছাড়া তেমন কিছুই নয়। অভাব যেখানে নিত্যদিনের সঙ্গী সেখানে পড়াশোনার জন্য প্রয়োজনীয় নূন্যতম খরচ তাদের কাছে বিলাসিতা বৈ কিছুই নয়। চা উৎপাদনে শ্রম দিয়ে যারা দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করছে তাদেরি সন্তান যেন অর্থের অভাব এবং জীবিকার তাগিদে বঞ্চিত হচ্ছে মানুষের মৌলিক অধিকার শিক্ষা থেকে।

এক টাকায় শিক্ষা'র ফটিকছড়ি উপজেলার শুভাকাঙ্খী আব্দুল্লাহ আল নোমান, মো: শাহেল হোসেন, মো:মিজান বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণে গেলে বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে অন্তরায়গুলো তাদের কাছে তুলে ধরে। সম্মানিত শিক্ষকদের প্রদত্ত তথ্য উপাত্তের আলোকে এক টাকায় শিক্ষা ৯ই সেপ্টেম্বর ২০১৯ইংরেজি তারিখে এই স্কুলে ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে এক টাকায় শিক্ষা শতাধিক শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয় এবং প্রতিটি শ্রেণির বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে তাদের পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে এসব শিক্ষার্থীর শিক্ষা সম্পর্কিত ব্যয়ভার গ্রহণ করার আশ্বাস প্রদান করে।

পরবর্তীতে ২৩শে সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি তারিখে এক টাকায় শিক্ষা ফেনুয়া টি স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে পি এস সি পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টেস্ট পেপার প্রদান করে।

এক টাকায় শিক্ষা স্বপ্ন দেখে এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে।এসব অবহেলিত শিশু গুলো রাষ্ট্রের শক্তি হিসেবে গড়ে উঠুক শিক্ষাকে সম্বল করে। স্বপ্ন দেখুক তাদের চকচকে ভবিষ্যৎ জীবনের। অর্থের অভাবে থেমে না যাক তাদের স্বপ্নের পথচলা। উচ্চারিত হোক তাদের অন্তরে,

আমরা করব জয়! আমরা করব জয়!
আমরা করব জয় নিশ্চয়!
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়,
আমরা করব জয় নিশ্চয়!