"এনায়েতপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়" -স্কুল ক্যাম্পেইন, ২০১৮





প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু দারিদ্র্যের প্রভাবে আমাদের মত দেশের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এখনো অনেকটা বাঁধাস্বরুপ। বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান কিংবা ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালামের জীবন সংগ্রামের কথা আমরা সবাই জানি। দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে তারা তাদের শিক্ষা জীবন সম্পন্ন করেছিলেন। এমন অনেক কালাম, আতিউর আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার তীব্র স্পৃহা থাকা সত্ত্বেও পড়াশোনায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে অর্থসংকট।

“এক টাকায় শিক্ষা” এমনি কিছু শিক্ষার্থীর খোঁজ পায় হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর পাড়ে অবস্থিত এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এসব শিক্ষার্থীদের কারোর মা-বাবা বেঁচে নেই। তারা জানায় অর্থের অভাবে তারা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয় করতে ব্যর্থ হচ্ছে। যারপরনাই ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।

“এক টাকায় শিক্ষা” ১৬ই আগস্ট ২০১৮ ইংরেজি তারিখে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সুবিধাবঞ্চিত ২৪ জন শিক্ষার্থীর মাঝে জে.এস.সি. পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বিতরণ করে এবং সপ্তাহে ৩ দিন বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করে। বিনামূল্যে কোচিং সেবা দেওয়ার এই প্রতিশ্রুতি দেয় এক টাকায় শিক্ষা'র শুভাকাঙ্ক্ষীদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান ‘Iris Learning Arena”।

এর পূর্বে ১১ই আগস্ট ২০১৮ ইংরেজি তারিখে এই বিদ্যালয়ের ৬০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে “এক টাকায় শিক্ষা” প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়। বিদ্যালয়টির এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে “এক টাকায় শিক্ষা” কথা দেয় অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ হবে না। শিক্ষার প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে “এক টাকায় শিক্ষা” সবসময় বদ্ধপরিকর থাকার এই প্রয়াস দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সবসময় আলোকবর্তিকা হয়ে থাকবে।