"কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়"-স্কুল ক্যাম্পেইন, ২০১৮





শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক টাকায় শিক্ষা'র অন্যতম উদ্যোগ স্কুল ক্যাম্পেইন। প্রয়োজনীয় অর্থের অভাবে যে সমস্ত স্কুল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে তাদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে এক টাকায় শিক্ষা এই স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ক্যাম্পেইনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের এক টাকার শিক্ষা'র সহযোগিতার আওতাভুক্ত করার। ক্যাম্পেইন পরবর্তী সময়েও যাতে এসব শিক্ষার্থীকে প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়া যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম কুলালপাড়া পাড়ায় এক টাকায় শিক্ষা এমন কিছু শিক্ষার্থীর সন্ধান পায় যাদের পড়াশোনা কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, "বিদ্যালয়ের এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। যারা অত্যন্ত মেধাবী এবং পড়াশোনায় আগ্রহী। একটু ভাল পরিচর্যা পেলে এসব শিক্ষার্থী একদিন দেশের জন্য সম্পদ হবে। "এক টাকায় শিক্ষা বিদ্যালয়ের এসব শিক্ষার্থীদের কাছ থেকে তাদের পারিবারিক তথ্য নেয়।

সংগৃহীত তথ্য অনুসারে ১১ই আগস্ট ২০১৮ ইংরেজি তারিখে কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক টাকায় শিক্ষা স্কুল ক্যাম্পেইনের আয়োজন করে। এই ক্যাম্পেইনে এক টাকায় শিক্ষা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ খাতা,কলম,স্কেল,জ্যামিতি বক্স ইত্যাদি প্রদান করে এবং পঞ্চম শ্রেণির বেশ কিছু গরিব মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয় পি.এস.সি পরীক্ষা সহায়ক টেস্ট পেপার।

সরকারি বিদ্যালয়ে বিনা বেতনে এবং বিনামূল্যে পড়ার সুযোগ থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং পরিক্ষা ফি'র জন্য অর্থব্যয় হতদরিদ্র পরিবারগুলোর কাছে অতিরিক্ত বোঝার মত মনেহয়। হতদরিদ্র পরিবারের কাছে শিক্ষার জন্য প্রয়োজনীয় এই অর্থব্যয় যেন শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্য এক টাকায় শিক্ষা হাজারো মানুষের এক টাকার সহযোগিতা এসব শিক্ষার্থীদের জন্য ব্যয় করছে। এক টাকায় শিক্ষা আস্থা রাখে,এক টাকার এই বিন্দু বিন্দু সহযোগিতা দেশের জন্য সিন্ধু পরিমাণ সম্পদ হয়ে দাঁড়াবে। তাই বলতে বাধাঁ নেই,
Give One Taka Daily,
Change Bangladesh Gradually.