সংস্কৃতি ও কৃষ্টির সাথে পরিচয়, ২০১৮





মাটির গন্ধের ঘ্রাণ আর কালবৈশাখীর প্রলয়ে ঝরে পড়া ছোট ছোট আম কুড়ানোর বদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সুবিধাবঞ্চিত শিশুদের শৈশব ফুরোয় বিশ্ববিদ্যালয় স্টেশনের স্তূপীকৃত আবর্জনার ঘ্রাণ আর প্লাস্টিক কুড়োতে কুড়োতে। এক কেজি সাত টাকা আর দিনে আট ঘন্টায় ছাপ্পান্ন টাকার হিসাবে এদের কৈশোরের পান্ডুলিপি ধূসর হতে থাকে।
তাই ‘এক টাকায় শিক্ষা’ টিম তাদের অন্যরকম এক বৈশাখ উপহার দেওয়ার উদ্যোগ নেয়। এইসব শিশুদের নিয়ে সারাদিন হৈ-হুল্লোড় করে কাটানো, একটাদিন যাতে ওরা কোনভাবে নিজেদের বঞ্চিত মনে না করে এমন আয়োজন করা হয়।
তাদের এই বৈশাখের হাসি ছিল একদম অন্যরকম। ছোট্ট সোনামণিদের আড্ডা, রুমালচুরি খেলা, গান, নাচ, কবিতার মধ্য দিয়ে চবির ফরেস্ট্রি ডিন অফিসের বাগিচা ছিল মুখরিত।
‘হাটহাজারী সেন্ট্রাল ফোরাম’ কে সাথে নিয়ে ২০১৮ সাল তথা ১৪২৫ বঙ্গাব্দের পহেলা বৈশাখের দিনে শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণির ৩০ জন শিশুকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি একবেলা ভালো খাবার এর ব্যবস্থা করা হয় প্রায় ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর। এইসময় ‘এক টাকায় শিক্ষা’ টীমের সাথে উপস্থিত থেকে সর্বোপরি সহযোগিতা করেন ‘হাটহাজারী সেন্ট্রাল ফোরাম’ এর জনাব সালাউদ্দীন দিনার এবং জনাব তারেক ইকবাল।