'আসুন অব্যবহৃত শীতবস্ত্র শীতার্তদের দেই'-২০১৮





উষ্ণ লেপের নিচে আড়ম্বর ঘুম, ধোঁয়া ওঠা সুস্বাদু পিঠা আর রঙিন বাহারি সব উষ্ণ পোশাকের কারণে ষড়ঋতুর শীতকাল সবার কাছেই প্রিয়। কিন্তু এই ঋতু সকলের কাছে একইরকম রোমাঞ্চকর নয়৷ কারো কারো কাছে এই রোমান্টিক শীত, ঝড়ের বাতাসের চেয়েও কর্কশ।

বাংলাদেশের ৩ কোটি ৯৩ লক্ষ মানুষদের দারিদ্রসীমার নিচে বাস করে। ২০১৭ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যায় জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর শীতে প্রায় ৪৫ লক্ষ মানুষ গরীব হয়ে যায়। শীতের অসুখের চিকিৎসা, গরম পোশাক ক্রয়, বাসাবাড়ি মেরামত ইত্যাদি ব্যায় করতে গিয়ে প্রতিবছর শীতে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ে এই দেশে। এত বিপুল সংখ্যক মানুষ শীতে কষ্ট পাবে এই মর্মান্তিক পরিসংখ্যান হৃদয় নাড়ে এক টাকায় শিক্ষা'র কর্মীদের।

ফলশ্রুতিতে, 'আসুন অব্যবহৃত শীতবস্ত্র শীতার্তদের দেই' শিরোনামে একটি প্রকল্প হাতে নেয় 'এক টাকায় শিক্ষা'। এর আওতায় ২০১৮ সালের ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে শীতের পোশাক সংগ্রহ করা হয়। চবির শিক্ষার্থীদের মানবিক সেসব দানকে সম্বল করে পরবর্তীতে প্রায় ২০০ এর অধিক মানুষের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয় এই সংগঠন। এই উদ্যোগের সফলতা এখনও প্রেরণা হয়ে কাজ করে আমাদের জন্য। ভবিষ্যতে শীত যেন এই দেশে কারো কষ্টের কারণ না হতে পারে এই কামনা ব্যক্ত করে 'এক টাকায় শিক্ষা'।