ষোলশহরে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি, ২০১৭





স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সরকার রাষ্ট্রের নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করেছে অগণিত সরকারি হাসপাতাল। কিন্তু দারিদ্রসীমার নিচে বাস করা অনেক মানুষ অর্থের অভাবে সেখানেও যেতে পারেন না। বন্দরনগরী চট্টগ্রামেও এই সংখ্যাটা নেহায়েত কম না।

ষোলশহর রেলওয়ে স্টেশন বস্তির শিশুদের পড়াতে গিয়ে আমরা সেখানকার অসুস্থ মানুষদের দুর্বিষহ জীবন দেখে ১৩ই অক্টোবর, ২০১৭ তে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন হোসেন আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে 'এক টাকায় শিক্ষা' আয়োজন করে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর। সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে সেবাদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ মুকিত উসমান চৌধুরী। সারাদিন উনার অক্লান্ত পরিশ্রম ও 'এক টাকায় শিক্ষা'র কর্মীদের প্রচেষ্টায় সফল হয় সেই কার্যক্রম। সারাদিনে প্রায় ১০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সেবা দেওয়া হয়। যার অধিকাংশই ছিলেন নিম্নবিত্ত। সেখানে কিছু ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।

'এক টাকায় শিক্ষা'র মূল উদ্দেশ্য ছিল এই দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে তোলা। একটি শিক্ষিত জাতি গড়তে ভূমিকা রাখা। এই লক্ষ্যে '১৩ জুলাই, ২০১৭' থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নিম্নবিত্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য বিড়ম্বনার কারণে অনেকেই পড়াশোনায় মননিবেশ করতে পারে না। তাই 'এক টাকায় শিক্ষা'র অধীনের সকল শিক্ষার্থী চিকিৎসার দায়িত্বও নিই আমরা।